“Snap and Share ingredient’s photos with us! ” (আপনাদের দেওয়া ছবি দিয়ে আমাদের ফিড সাজাই।)

বর্তমানে, আমরা ফীডে মৌসুমি উপকরণ এর জন্য অনলাইন ইমেজ এর উপর নির্ভর করছি। আমাদের যা ছবি প্রয়োজন আমরা অনলাইন থেকে সংগ্রহ করে এসেছি। কিন্তু আমাদের মনে সেই সন্তুষ্টি খুঁজে পাচ্ছিলাম না। কি করলে আমাদের মূল্যবান মেম্বারদের পরিশ্রমের আরও মূল্যায়ন করতে পারব সেই চিন্তার পরিপ্রেক্ষিতে আমাদের এই আয়োজন।

মৌসুমি উপাদানের ছবি সংগ্রহ

আমরা প্রতিনিয়ত যে ছবিগুলো ব্যবহার করে এসেছি তা আমাদের মেম্বারদের দৈনন্দিন ব্যবহারিত উপাদানগুলোর সঠিক চিত্র তুলে ধরে না। আসল চিত্রগুলি অবিশ্বাস্যরূপে বিচিত্র, অতুলনিয় স্বাদের যা আমাদের রান্নাঘরে আসলে ব্যবহার হয়ে থাকে।

আমরা একটি ইমেজ ব্যাংক গড়ে তুলতে চাই, যেখানে আমাদের ইউযারদের দেওয়া বিভিন্ন রঙের, আকারের, বৈশিষ্টের উপাদানে সমৃদ্ধ থাকবে । আমরা আমাদের স্থানিয় উৎপাদিত পণ্যগুলোকে উদযাপন করতে চাই। স্থানিয় পণ্য বেশি বেশি ব্যবহার এর মাধ্যমেই আমরা আমাদের খাদ্য স্থায়িত্ব( food sustainability) নিশ্চিত করতে পারি। বাচাঁতে পারি কৃষক সমাজকে ।

ছবিগুলো হতে পারে যে কোনো ভোজ্য সামগ্রির ঃ

  • শাকসবজি
  • ফল্মুল
  • মাছ/গোশ্ত
  • ডেইরি সামগ্রি
  • শস্যদানা, ইত্যাদি।

ছবি সংগ্রহের মাধ্যমঃ

আপনারা আমাদের Cookpad Bangladesh এর messenger এ ছবিগুলো শেয়ার করতে পারবেন।

আমরা আপনাদের ছবিগুলো আপনাদের নাম সহকারে 😊 Cookpad Bangladesh app এর সিজানাল ফিড এ ফিচার করতে চাই। আমরা আপনাদের তোলা উপকরণের ছবির অপেক্ষায় থাকব😊।

লেবু
আলু
ল্যাংড়া আম
টমেটো
চিংড়ি

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started